Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Applications for Old Age, Widow and Disability Allowance are ongoing. Will continue till 10th September 2023.
Details
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে যা যা লাগবে-
✅বয়স্ক ভাতা-
১. এনআইডি কার্ড এর ফটোকপি(বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
✅প্রতিবন্ধী ভাতা-
১.  এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড এর ফটোকপি
২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র এর ফটোকপি
৩. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
✅বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-
 ১. এনআইডি কার্ড এর ফটোকপি
২. স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ
৩. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)
বিস্তারিত জানতে ও নির্ভূল আবেদন করতে ডাঙ্গী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন।



মোঃ হাচান কাজী ও মোঃ লিয়াকত হোসেন
উদ্যোক্তা
ডাঙ্গী  ইউডিসি

মোবাইল- 01761859798 অথবা 01743195983


Publish Date
21/08/2023
Archieve Date
10/09/2023